بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ
নিচের ▶ বাটনে ক্লিক করুনদয়াময়, পরম দয়ালু আল্লাহ্র নামে,
وَيۡلٌ لِّـكُلِّ هُمَزَةٍ لُّمَزَةِ ۙ﴿۱﴾
১০৪-১ : দুর্ভোগ প্রত্যেকের, যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে,
اۨلَّذِىۡ جَمَعَ مَالًا وَّعَدَّدَهٗ ۙ﴿۲﴾
১০৪-২ : যে অর্থ জমায় ও উহা বারবার গণনা করে;
يَحۡسَبُ اَنَّ مَالَهٗۤ اَخۡلَدَهٗ ۚ﴿۳﴾
১০৪-৩ : সে ধারণা করে যে, তাহার অর্থ তাহাকে অমর করিয়া রাখিবে;
كَلَّا لَيُنۡۢبَذَنَّ فِى الۡحُطَمَةِ ۖ﴿۴﴾
১০৪-৪ : কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হইবে হুতামায়;
وَمَاۤ اَدۡرٰٮكَ مَا الۡحُطَمَةُ ؕ﴿۵﴾
১০৪-৫ : তুমি কি জান হুতামা কী?
نَارُ اللّٰهِ الۡمُوۡقَدَةُ ۙ﴿۶﴾
১০৪-৬ : ইহা আল্লাহ্র প্রজ্জ্বলিত হুতাশন।
الَّتِىۡ تَطَّلِعُ عَلَى الۡاَفۡـــِٕدَةِ ؕ﴿۷﴾
১০৪-৭ : যাহা হৃদয়কে গ্রাস করিবে;
اِنَّهَا عَلَيۡهِمۡ مُّؤۡصَدَةٌ ۙ﴿۸﴾
১০৪-৮ : নিশ্চয়ই ইহা উহাদেরকে পরিবেষ্টন করিয়া রাখিবে
فِىۡ عَمَدٍ مُّمَدَّدَةٍ﴿۹﴾
১০৪-৯ : দীর্ঘায়িত স্তম্ভসমূহে।