দয়াময়, পরম দয়ালু আল্লাহ্র নামে,
নিচের ▶ বাটনে ক্লিক করুন৫৬-১ : যখন কিয়ামত ঘটিবে,
৫৬-২ : ইহার সংঘটন অস্বীকার করিবার কেহ থাকিবে না।
৫৬-৩ : ইহা কাহাকেও করিবে নীচ, কাহাকেও করিবে সম্মুন্নত ;
৫৬-৪ : যখন প্রবল কম্পনে প্রকম্পিত হইবে পৃথিবী,
৫৬-৫ : এবং পর্বতমালা চূর্ণ - বিচূর্ণ হইয়া পড়িবে,
৫৬-৬ : ফলে উহা পর্যবসিত হইবে উৎক্ষিপ্ত ধূলিকণায়;
৫৬-৭ : এবং তোমরা বিভক্ত হইয়া পড়িবে তিন শ্রেণীতে -
৫৬-৮ : ডান দিকের দল; কত ভাগ্যবান ডান দিকের দল!
৫৬-৯ : এবং বাম দিকের দল; কত হতভাগ্য বাম দিকের দল!
৫৬-১০ : আর অগ্রবর্তীগণই তো অগ্রবর্তী,
৫৬-১১ : উহারাই নৈকট্যপ্রাপ্ত -
৫৬-১২ : নিয়ামতপূর্ণ উদ্যানে;
৫৬-১৩ : বহুসংখ্যক হইবে পূর্ববর্তীদের মধ্য হইতে;
৫৬-১৪ : এবং অল্পসংখ্যক হইবে পরবর্তীদের মধ্য হইতে।
৫৬-১৫ : স্বর্ণখচিত আসনে
৫৬-১৬ : উহারা হেলান দিয়া বসিবে, পরস্পর মুখোমুখি হইয়া।
৫৬-১৭ : তাহাদের সেবায় ঘোরাফেরা করিবে চির - কিশোরেরা
৫৬-১৮ : পানপাত্র, কুঁজা ও প্রস্রবণ - নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা লইয়া।
৫৬-১৯ : সেই সুরা পানে তাহাদের শিরঃপীড়া হইবে না, তাহারা জ্ঞানহারাও হইবে না -
৫৬-২০ : এবং তাহাদের পসন্দমত ফলমূল,
৫৬-২১ : আর তাহাদের ঈপ্সিত পাখির গোশ্ত লইয়া,
৫৬-২২ : আর তাহাদের জন্য থাকিবে আয়তলোচনা হূর,
৫৬-২৩ : সুরক্ষিত মুক্তাসদৃশ,
৫৬-২৪ : তাহাদের কর্মের পুরস্কারস্বরূপ।
৫৬-২৫ : সেখানে তাহারা শুনিবে না কোন অসার অথবা পাপবাক্য,
৫৬-২৬ : ‘সালাম’ আর ‘সালাম’ বাণী ব্যতীত।
৫৬-২৭ : আর ডানদিকের দল, কত ভাগ্যবান ডানদিকের দল!
৫৬-২৮ : তাহারা থাকিবে এমন উদ্যানে, সেখানে আছে কণ্টকহীন কুলবৃক্ষ,
৫৬-২৯ : কাঁদি ভরা কদলী বৃক্ষ,
৫৬-৩০ : সম্প্রসারিত ছায়া,
৫৬-৩১ : সদা প্রবহমান পানি,
৫৬-৩২ : ও প্রচুর ফলমূল,
৫৬-৩৩ : যাহা শেষ হইবে না ও যাহা নিষিদ্ধও হইবে না।
৫৬-৩৪ : আর সমুচ্চ শয্যাসমূহ;
৫৬-৩৫ : উহাদেরকে আমি সৃষ্টি করিয়াছি বিশেষরূপে -
৫৬-৩৬ : উহাদেরকে করিয়াছি কুমারী,
৫৬-৩৭ : সোহাগিনী ও সমবয়স্কা,
৫৬-৩৮ : ডানদিকের লোকদের জন্য।
৫৬-৩৯ : তাহাদের অনেকে হইবে পূর্ববর্তীদের মধ্য হইতে,
৫৬-৪০ : এবং অনেকে হইবে পরবর্তীদের মধ্য হইতে।
৫৬-৪১ : আর বামদিকের দল, কত হতভাগ্য বাম দিকের দল!
৫৬-৪২ : উহারা থাকিবে অত্যুষ্ণ বায়ু ও উত্তপ্ত পানিতে,
৫৬-৪৩ : কৃষ্ণবর্ণ ধূম্রের ছায়ায়,
৫৬-৪৪ : যাহা শীতল নয়, আরামদায়কও নয়।
৫৬-৪৫ : ইতিপূর্বে উহারা তো মগ্ন ছিল ভোগ - বিলাসে
৫৬-৪৬ : এবং উহারা অবিরাম লিপ্ত ছিল ঘোরতর পাপকর্মে।
৫৬-৪৭ : আর উহারা বলিত, ‘মরিয়া অস্থি ও মৃত্তিকায় পরিণত হইলেও কি উত্থিত হইব আমরা?
৫৬-৪৮ : ‘এবং আমাদের পূর্বপুরুষগণও?’
৫৬-৪৯ : বল, ‘অবশ্যই পূর্ববর্তিগণ ও পরবর্তিগণ -
৫৬-৫০ : সকলকে একত্র করা হইবে এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে।
৫৬-৫১ : অতঃপর হে বিভ্রান্ত অস্বীকারকারীরা!
৫৬-৫২ : তোমরা অবশ্যই আহার করিবে যাক্কূম বৃক্ষ হইতে,
৫৬-৫৩ : এবং উহা দ্বারা তোমরা উদর পূর্ণ করিবে,
৫৬-৫৪ : পরে তোমরা পান করিবে উহার উপর অত্যুষ্ণ পানি -
৫৬-৫৫ : আর পান করিবে তৃষ্ণার্ত উষ্ট্রের ন্যায়।
৫৬-৫৬ : কিয়ামতের দিন ইহাই হইবে উহাদের আপ্যায়ন।
৫৬-৫৭ : আমিই তোমাদেরকে সৃষ্টি করিয়াছি, তবে কেন তোমরা বিশ্বাস করিতেছ না?
৫৬-৫৮ : তোমরা কি ভাবিয়া দেখিয়াছ তোমাদের বীর্যপাত সম্বন্ধে?
৫৬-৫৯ : উহা কি তোমরা সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি?
৫৬-৬০ : আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারিত করিয়াছি এবং আমি অক্ষম নই -
৫৬-৬১ : তোমাদের স্থলে তোমাদের সদৃশ আনয়ন করিতে এবং তোমাদেরকে এমন এক আকৃতিতে সৃষ্টি করিতে যাহা তোমরা জান না।
৫৬-৬২ : তোমরা তো অবগত হইয়াছ প্রথম সৃষ্টি সম্বন্ধে, তবে তোমরা অনুধাবন কর না কেন?
৫৬-৬৩ : তোমরা যে বীজ বপন কর সে সম্পর্কে চিন্তা করিয়াছ কি?
৫৬-৬৪ : তোমরা কি উহাকে অঙ্কুরিত কর, না আমি অঙ্কুরিত করি?
৫৬-৬৫ : আমি ইচ্ছা করিলে ইহাকে খড় - কুটায় পরিণত করিতে পারি, তখন হতবুদ্ধি হইয়া পড়িবে তোমরা;
৫৬-৬৬ : ‘আমরা তো দায়গ্রস্ত হইয়া পড়িয়াছি’,
৫৬-৬৭ : বরং ‘আমরা হৃতসর্বস্ব হইয়া পড়িয়াছি।’
৫৬-৬৮ : তোমরা যে পানি পান কর তাহা সম্পর্কে কি তোমরা চিন্তা করিয়াছ?
৫৬-৬৯ : তোমরা কি উহা মেঘ হইতে নামাইয়া আন, না আমি উহা বর্ষণ করি?
৫৬-৭০ : আমি ইচ্ছা করিলে উহা লবণাক্ত করিয়া দিতে পারি। তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর না?
৫৬-৭১ : তোমরা যে অগ্নি প্রজ্বলিত কর তাহা লক্ষ্য করিয়া দেখিয়াছ কি?
৫৬-৭২ : তোমরাই কি উহার বৃক্ষ সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি?
৫৬-৭৩ : আমি ইহাকে করিয়াছি নিদর্শন এবং মরুচারীদের প্রয়োজনীয় বস্তু।
৫৬-৭৪ : সুতরাং তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।
৫৬-৭৫ : আমি শপথ করিতেছি নক্ষত্ররাজির অস্তাচলের,
৫৬-৭৬ : অবশ্যই ইহা এক মহাশপথ, যদি তোমরা জানিতে -
৫৬-৭৭ : নিশ্চয়ই ইহা সম্মানিত কুরআন,
৫৬-৭৮ : যাহা আছে সুরক্ষিত কিতাবে।
৫৬-৭৯ : যাহারা পূত - পবিত্র তাহারা ব্যতীত অন্য কেহ তাহা স্পর্শ করে না।
৫৬-৮০ : ইহা জগতসমূহের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ।
৫৬-৮১ : তবুও কি তোমরা এই বাণীকে তুচ্ছ গণ্য করিবে?
৫৬-৮২ : এবং তোমরা মিথ্যারোপকেই তোমাদের উপজীব্য করিয়া লইয়াছ !
৫৬-৮৩ : পরন্তু কেন নয় - প্রাণ যখন কণ্ঠাগত হয়
৫৬-৮৪ : এবং তখন তোমরা তাকাইয়া থাক,
৫৬-৮৫ : আর আমি তোমাদের অপেক্ষা তাহার নিকটতর, কিন্তু তোমরা দেখিতে পাও না।
৫৬-৮৬ : তোমরা যদি কর্তৃত্বাধীন না হও!
৫৬-৮৭ : তবে তোমরা উহা ফিরাও না কেন? যদি তোমরা সত্যবাদী হও।
৫৬-৮৮ : যদি সে নৈকট্যপ্রাপ্তদের একজন হয়,
৫৬-৮৯ : তবে তাহার জন্য রহিয়াছে আরাম, উত্তম জীবনোপকরণ ও সুখদ উদ্যান;
৫৬-৯০ : আর যদি সে ডানদিকের একজন হয়,
৫৬-৯১ : তবে তাহাকে বলা হইবে, ‘হে দক্ষিণ পার্শ্ববর্তী! তোমার প্রতি শান্তি।’
৫৬-৯২ : কিন্তু সে যদি সত্য অস্বীকারকারী ও বিভ্রান্তদের অন্যতম হয়,
৫৬-৯৩ : তবে রহিয়াছে আপ্যায়ন অত্যুষ্ণ পানির দ্বারা,
৫৬-৯৪ : এবং দহন জাহান্নামের;
৫৬-৯৫ : ইহা তো ধ্রুব সত্য।
৫৬-৯৬ : অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।