بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ
নিচের ▶ বাটনে ক্লিক করুনদয়াময়, পরম দয়ালু আল্লাহ্র নামে,
عَبَسَ وَتَوَلّٰٓىۙ﴿۱﴾
৮০-১ : সে ভ্রূকুঞ্চিত করিল এবং মুখ ফিরাইয়া লইল,
اَنۡ جَآءَهُ الۡاَعۡمٰىؕ﴿۲﴾
৮০-২ : কারণ তাহার নিকট অন্ধ লোকটি আসিল।
وَمَا يُدۡرِيۡكَ لَعَلَّهٗ يَزَّكّٰٓىۙ﴿۳﴾
৮০-৩ : তুমি কেমন করিয়া জানিবে - সে হয়ত পরিশুদ্ধ হইত,
اَوۡ يَذَّكَّرُ فَتَنۡفَعَهُ الذِّكۡرٰىؕ﴿۴﴾
৮০-৪ : অথবা উপদেশ গ্রহণ করিত, ফলে উপদেশ তাহার উপকারে আসিত!
اَمَّا مَنِ اسۡتَغۡنٰىۙ﴿۵﴾
৮০-৫ : পক্ষান্তরে যে পরোয়া করে না,
فَاَنۡتَ لَهٗ تَصَدّٰىؕ﴿۶﴾
৮০-৬ : তুমি তাহার প্রতি মনোযোগ দিয়াছ।
وَمَا عَلَيۡكَ اَلَّا يَزَّكّٰٓىؕ﴿۷﴾
৮০-৭ : অথচ সে নিজে পরিশুদ্ধ না হইলে তোমার কোন দায়িত্ব নাই,
وَاَمَّا مَنۡ جَآءَكَ يَسۡعٰىۙ﴿۸﴾
৮০-৮ : অন্যপক্ষে যে তোমার নিকট ছুটিয়া আসিল,
وَهُوَ يَخۡشٰىۙ﴿۹﴾
৮০-৯ : আর সে সশংকচিত্ত,
فَاَنۡتَ عَنۡهُ تَلَهّٰىۚ﴿۱۰﴾
৮০-১০ : তুমি তাহাকে উপেক্ষা করিলে;
كَلَّاۤ اِنَّهَا تَذۡكِرَةٌ ۚ﴿۱۱﴾
৮০-১১ : না, ইহা ঠিক নয়, ইহা তো উপদেশবাণী,
فَمَنۡ شَآءَ ذَكَرَهٗۘ﴿۱۲﴾
৮০-১২ : যে ইচ্ছা করিবে সে ইহা স্মরণ রাখিবে,
فِىۡ صُحُفٍ مُّكَرَّمَةٍۙ﴿۱۳﴾
৮০-১৩ : উহা আছে মর্যাদাসম্পন্ন লিপিসমূহে
مَّرۡفُوۡعَةٍ مُّطَهَّرَةٍ ۭۙ﴿۱۴﴾
৮০-১৪ : যাহা উন্নত, পবিত্র,
بِاَيۡدِىۡ سَفَرَةٍۙ﴿۱۵﴾
৮০-১৫ : লিপিকর - হস্তে লিপিবদ্ধ।
كِرَامٍۢ بَرَرَةٍؕ﴿۱۶﴾
৮০-১৬ : মহান, পূত - চরিত্র
قُتِلَ الۡاِنۡسَانُ مَاۤ اَكۡفَرَهٗؕ﴿۱۷﴾
৮০-১৭ : মানুষ ধ্বংস হউক ! সে কত অকৃতজ্ঞ!
مِنۡ اَىِّ شَىۡءٍ خَلَقَهٗؕ﴿۱۸﴾
৮০-১৮ : তিনি উহাকে কোন্ বস্তু হইতে সৃষ্টি করিয়াছেন?
مِنۡ نُّطۡفَةٍؕ خَلَقَهٗ فَقَدَّرَهٗ ۙ﴿۱۹﴾
৮০-১৯ : শুক্রবিন্দু হইতে, তিনি উহাকে সৃষ্টি করেন, পরে উহার পরিমিত বিকাশ সাধন করেন,
ثُمَّ السَّبِيۡلَ يَسَّرَهٗۙ﴿۲۰﴾
৮০-২০ : অতঃপর উহার জন্য পথ সহজ করিয়া দেন;
ثُمَّ اَمَاتَهٗ فَاَقۡبَرَهٗۙ﴿۲۱﴾
৮০-২১ : তৎপর উহার মৃত্যু ঘটান এবং উহাকে কবরস্থ করেন।
ثُمَّ اِذَا شَآءَ اَنۡشَرَهٗؕ﴿۲۲﴾
৮০-২২ : ইহার পর যখন ইচ্ছা তিনি উহাকে পুনর্জীবিত করিবেন।
كَلَّا لَـمَّا يَقۡضِ مَاۤ اَمَرَهٗؕ﴿۲۳﴾
৮০-২৩ : না, কখনও না, তিনি উহাকে যাহা আদেশ করিয়াছেন, সে এখনও উহা পুরাপুরি করে নাই।
فَلۡيَنۡظُرِ الۡاِنۡسَانُ اِلٰى طَعَامِهٖۤۙ﴿۲۴﴾
৮০-২৪ : মানুষ তাহার খাদ্যের প্রতি লক্ষ্য করুক!
اَنَّا صَبَبۡنَا الۡمَآءَ صَبًّا ۙ﴿۲۵﴾
৮০-২৫ : আমিই প্রচুর বারি বর্ষণ করি,
ثُمَّ شَقَقۡنَا الۡاَرۡضَ شَقًّا ۙ﴿۲۶﴾
৮০-২৬ : অতঃপর আমি ভূমি প্রকৃষ্টরূপে বিদীর্ণ করি ;
فَاَنۡۢبَتۡنَا فِيۡهَا حَبًّا ۙ﴿۲۷﴾
৮০-২৭ : এবং উহাতে আমি উৎপন্ন করি শস্য;
وَّ عِنَبًا وَّقَضۡبًا ۙ﴿۲۸﴾
৮০-২৮ : দ্রাক্ষা, শাক - সব্জি,
وَّزَيۡتُوۡنًا وَّنَخۡلًا ؕ﴿۲۹﴾
৮০-২৯ : যায়তূন, খর্জুর,
وَحَدَآٮِٕقَ غُلۡبًا ۙ﴿۳۰﴾
৮০-৩০ : বহু বৃক্ষবিশিষ্ট উদ্যান,
وَّفَاكِهَةً وَّاَبًّا ۙ﴿۳۱﴾
৮০-৩১ : ফল এবং গবাদি খাদ্য,
مَّتَاعًا لَّـكُمۡ وَلِاَنۡعَامِكُمۡؕ﴿۳۲﴾
৮০-৩২ : ইহা তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুদের ভোগের জন্য।
فَاِذَا جَآءَتِ الصَّآخَّةُ﴿۳۳﴾
৮০-৩৩ : যখন কিয়ামত উপস্থিত হইবে,
يَوۡمَ يَفِرُّ الۡمَرۡءُ مِنۡ اَخِيۡهِۙ﴿۳۴﴾
৮০-৩৪ : সেই দিন মানুষ পলায়ন করিবে তাহার ভ্রাতা হইতে,
وَاُمِّهٖ وَاَبِيۡهِۙ﴿۳۵﴾
৮০-৩৫ : এবং তাহার মাতা, তাহার পিতা,
وَصَاحِبَتِهٖ وَبَنِيۡهِؕ﴿۳۶﴾
৮০-৩৬ : তাহার পত্নী ও তাহার সন্তান হইতে।
لِكُلِّ امۡرِیءٍ مِّنۡهُمۡ يَوۡمَٮِٕذٍ شَاۡنٌ يُّغۡنِيۡهِؕ﴿۳۷﴾
৮০-৩৭ : সেই দিন উহাদের প্রত্যেকের হইবে এমন গুরুতর অবস্থা যাহা তাহাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখিবে।
وُجُوۡهٌ يَّوۡمَٮِٕذٍ مُّسۡفِرَةٌ ۙ﴿۳۸﴾
৮০-৩৮ : অনেক মুখমণ্ডল সেই দিন হইবে উজ্জ্বল,
ضَاحِكَةٌ مُّسۡتَبۡشِرَةٌ ۚ﴿۳۹﴾
৮০-৩৯ : সহাস্য ও প্রফুল্ল,
وَوُجُوۡهٌ يَّوۡمَٮِٕذٍ عَلَيۡهَا غَبَرَةٌ ۙ﴿۴۰﴾
৮০-৪০ : এবং অনেক মুখমণ্ডল সেই দিন হইবে ধূলিধূসর;
تَرۡهَقُهَا قَتَرَةٌ ؕ﴿۴۱﴾
৮০-৪১ : সেইগুলিকে আচ্ছন্ন করিবে কালিমা।
اُولٰٓٮِٕكَ هُمُ الۡكَفَرَةُ الۡفَجَرَةُ﴿۴۲﴾
৮০-৪২ : ইহারাই কাফির ও পাপাচারী।