بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ
নিচের ▶ বাটনে ক্লিক করুনদয়াময়, পরম দয়ালু আল্লাহ্র নামে,
اِذَا الشَّمۡسُ كُوِّرَتۡۙ﴿۱﴾
৮১-১ : সূর্যকে যখন নিষ্প্রভ করা হইবে,
وَاِذَا النُّجُوۡمُ انْكَدَرَتۡۙ﴿۲﴾
৮১-২ : যখন নক্ষত্ররাজি খসিয়া পড়িবে,
وَاِذَا الۡجِبَالُ سُيِّرَتۡۙ﴿۳﴾
৮১-৩ : পর্বতসমূহকে যখন চলমান করা হইবে,
وَاِذَا الۡعِشَارُ عُطِّلَتۡۙ﴿۴﴾
৮১-৪ : যখন পূর্ণ - গর্ভা উষ্ট্রী উপেক্ষিত হইবে,
وَاِذَا الۡوُحُوۡشُ حُشِرَتۡۙ﴿۵﴾
৮১-৫ : যখন বন্য পশু একত্র করা হইবে,
وَاِذَا الۡبِحَارُ سُجِّرَتۡۙ﴿۶﴾
৮১-৬ : সমুদ্র যখন স্ফীত করা হইবে,
وَاِذَا النُّفُوۡسُ زُوِّجَتۡۙ﴿۷﴾
৮১-৭ : দেহে যখন আত্মা পুনঃসংযোজিত হইবে,
وَاِذَا الۡمَوۡءٗدَةُ سُٮِٕلَتۡۙ﴿۸﴾
৮১-৮ : যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হইবে,
بِاَىِّ ذَنۡۢبٍ قُتِلَتۡۚ﴿۹﴾
৮১-৯ : কী অপরাধে উহাকে হত্যা করা হইয়াছিল?
وَاِذَا الصُّحُفُ نُشِرَتۡۙ﴿۱۰﴾
৮১-১০ : যখন ‘আমলনামা উন্মোচিত হইবে,
وَاِذَا السَّمَآءُ كُشِطَتۡۙ﴿۱۱﴾
৮১-১১ : যখন আকাশের আবরণ অপসারিত হইবে,
وَاِذَا الۡجَحِيۡمُ سُعِّرَتۡۙ﴿۱۲﴾
৮১-১২ : জাহান্নামের অগ্নি যখন উদ্দীপিত করা হইবে,
وَاِذَا الۡجَـنَّةُ اُزۡلِفَتۡۙ﴿۱۳﴾
৮১-১৩ : এবং জান্নাত যখন সমীপবর্তী করা হইবে,
عَلِمَتۡ نَفۡسٌ مَّاۤ اَحۡضَرَتۡؕ﴿۱۴﴾
৮১-১৪ : তখন প্রত্যেক ব্যক্তিই জানিবে সে কী লইয়া আসিয়াছে।
فَلَاۤ اُقۡسِمُ بِالۡخُنَّسِۙ﴿۱۵﴾
৮১-১৫ : আমি শপথ করি পশ্চাদপসরণকারী নক্ষত্রের,
الۡجَوَارِ الۡكُنَّسِۙ﴿۱۶﴾
৮১-১৬ : যাহা প্রত্যাগমন করে ও অদৃশ্য হয়,
وَالَّيۡلِ اِذَا عَسۡعَسَۙ﴿۱۷﴾
৮১-১৭ : শপথ নিশার যখন উহার অবসান হয়
وَالصُّبۡحِ اِذَا تَنَفَّسَۙ﴿۱۸﴾
৮১-১৮ : আর ঊষার, যখন উহার আবির্ভাব হয়,
اِنَّهٗ لَقَوۡلُ رَسُوۡلٍ كَرِيۡمٍۙ﴿۱۹﴾
৮১-১৯ : নিশ্চয়ই এই কুরআন সম্মানিত বার্তাবহের আনীত বাণী
ذِىۡ قُوَّةٍ عِنۡدَ ذِى الۡعَرۡشِ مَكِيۡنٍۙ﴿۲۰﴾
৮১-২০ : যে সামর্থ্যশালী, আরশের মালিকের নিকট মর্যাদাসম্পন্ন,
مُّطَاعٍ ثَمَّ اَمِيۡنٍؕ﴿۲۱﴾
৮১-২১ : যাহাকে সেখানে মান্য করা হয়, যে বিশ্বাসভাজন।
وَ مَا صَاحِبُكُمۡ بِمَجۡنُوۡنٍۚ﴿۲۲﴾
৮১-২২ : আর তোমাদের সাথী উন্মাদ নয়,
وَلَقَدۡ رَاٰهُ بِالۡاُفُقِ الۡمُبِيۡنِۚ﴿۲۳﴾
৮১-২৩ : সে তো তাহাকে স্পষ্ট দিগন্তে দেখিয়াছে,
وَمَا هُوَ عَلَى الۡغَيۡبِ بِضَنِيۡنٍۚ﴿۲۴﴾
৮১-২৪ : সে অদৃশ্য বিষয় সম্পর্কে কৃপণ নয়।
وَمَا هُوَ بِقَوۡلِ شَيۡطٰنٍ رَّجِيۡمٍۙ﴿۲۵﴾
৮১-২৫ : এবং ইহা অভিশপ্ত শয়তানের বাক্য নয়।
فَاَيۡنَ تَذۡهَبُوۡنَؕ﴿۲۶﴾
৮১-২৬ : সুতরাং তোমরা কোথায় চলিয়াছ?
اِنۡ هُوَ اِلَّا ذِكۡرٌ لِّلۡعٰلَمِيۡنَۙ﴿۲۷﴾
৮১-২৭ : ইহা তো শুধু বিশ্বজগতের জন্য উপদেশ,
لِمَنۡ شَآءَ مِنۡكُمۡ اَنۡ يَّسۡتَقِيۡمَؕ﴿۲۸﴾
৮১-২৮ : তোমাদের মধ্যে যে সরল পথে চলিতে চায়, তাহার জন্য।
وَمَا تَشَآءُوۡنَ اِلَّاۤ اَنۡ يَّشَآءَ اللّٰهُ رَبُّ الۡعٰلَمِيۡنَ﴿۲۹﴾
৮১-২৯ : তোমরা ইচ্ছা করিবে না যদি জগতসমূহের প্রতিপালক আল্লাহ্ ইচ্ছা না করেন।