সূরা আর রহমান

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ

নিচের ▶ বাটনে ক্লিক করুন

সূরা আর রহমান

দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে,

সূরা আর রহমান

اَلرَّحۡمٰنُۙ ‏﴿۱﴾

সূরা আর রহমান

৫৫-১ : দয়াময় আল্লাহ্‌,

সূরা আর রহমান

عَلَّمَ الۡقُرۡاٰنَؕ‏﴿۲﴾

সূরা আর রহমান

৫৫-২ : তিনিই শিক্ষা দিয়াছেন কুরআন,

সূরা আর রহমান

خَلَقَ الۡاِنۡسَانَۙ‏﴿۳﴾

সূরা আর রহমান

৫৫-৩ : তিনিই সৃষ্টি করিয়াছেন মানুষ,

সূরা আর রহমান

عَلَّمَهُ الۡبَيَانَ ‏﴿۴﴾

সূরা আর রহমান

৫৫-৪ : তিনিই তাহাকে শিখাইয়াছেন ভাব প্রকাশ করিতে,

সূরা আর রহমান

اَلشَّمۡسُ وَالۡقَمَرُ بِحُسۡبَانٍ‏﴿۵﴾

সূরা আর রহমান

৫৫-৫ : সূর্য ও চন্দ্র আবর্তন করে নির্ধারিত কক্ষপথে,

সূরা আর রহমান

وَّالنَّجۡمُ وَالشَّجَرُ يَسۡجُدٰنِ ‏﴿۶﴾

সূরা আর রহমান

৫৫-৬ : নক্ষত্ররাজী ও বৃক্ষাদি তাঁহারই সিজ্‌দায় রত রহিয়াছে,

সূরা আর রহমান

وَالسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ الۡمِيۡزَانَۙ‏﴿۷﴾

সূরা আর রহমান

৫৫-৭ : তিনি আকাশকে করিয়াছেন সম্মুন্নত এবং স্থাপন করিয়াছেন মানদণ্ড,

সূরা আর রহমান

اَلَّا تَطۡغَوۡا فِى الۡمِيۡزَانِ ‏﴿۸﴾

সূরা আর রহমান

৫৫-৮ : যাহাতে তোমরা সীমালংঘন না কর মানদণ্ডে।

সূরা আর রহমান

وَاَقِيۡمُوا الۡوَزۡنَ بِالۡقِسۡطِ وَلَا تُخۡسِرُوا الۡمِيۡزَانَ ‏﴿۹﴾

সূরা আর রহমান

৫৫-৯ : ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠিত কর এবং ওজনে কম দিও না।

সূরা আর রহমান

وَالۡاَرۡضَ وَضَعَهَا لِلۡاَنَامِۙ‏﴿۱۰﴾

সূরা আর রহমান

৫৫-১০ : তিনি পৃথিবীকে স্থাপন করিয়াছেন সৃষ্ট জীবের জন্য;

সূরা আর রহমান

فِيۡهَا فَاكِهَةٌ  ۙ وَّالنَّخۡلُ ذَاتُ الۡاَكۡمَامِ‌ ۖ‏﴿۱۱﴾

সূরা আর রহমান

৫৫-১১ : ইহাতে রহিয়াছে ফলমূল এবং খর্জুর বৃক্ষ যাহার ফল আবরণযুক্ত,

সূরা আর রহমান

وَالۡحَبُّ ذُو الۡعَصۡفِ وَالرَّيۡحَانُ‌ۚ ‏﴿۱۲﴾

সূরা আর রহমান

৫৫-১২ : এবং খোসাবিশিষ্ট দানা ও সুগন্ধ ফুল।

সূরা আর রহমান

فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ‏﴿۱۳﴾

সূরা আর রহমান

৫৫-১৩ : অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?

সূরা আর রহমান

خَلَقَ الۡاِنۡسَانَ مِنۡ صَلۡصَالٍ كَالۡفَخَّارِۙ‏﴿۱۴﴾

সূরা আর রহমান

৫৫-১৪ : মানুষকে তিনি সৃষ্টি করিয়াছেন পোড়া মাটির মত শুষ্ক মৃত্তিকা হইতে,

সূরা আর রহমান

وَخَلَقَ الۡجَآنَّ مِنۡ مَّارِجٍ مِّنۡ نَّارٍ‌ۚ‏﴿۱۵﴾

সূরা আর রহমান

৫৫-১৫ : এবং আল জিনকে সৃষ্টি করিয়াছেন নির্ধূম অগ্নিশিখা হইতে।

সূরা আর রহমান

فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ‏﴿۱۶﴾

সূরা আর রহমান

৫৫-১৬ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?

সূরা আর রহমান

رَبُّ الۡمَشۡرِقَيۡنِ وَ رَبُّ الۡمَغۡرِبَيۡنِ‌ۚ‏﴿۱۷﴾

সূরা আর রহমান

৫৫-১৭ : তিনিই দুই উদয়াচল ও দুই অস্তাচলের নিয়ন্তা।

সূরা আর রহমান

فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ‏﴿۱۸﴾

সূরা আর রহমান

৫৫-১৮ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?

সূরা আর রহমান

مَرَجَ الۡبَحۡرَيۡنِ يَلۡتَقِيٰنِۙ‏﴿۱۹﴾

সূরা আর রহমান

৫৫-১৯ : তিনি প্রবাহিত করেন দুই দরিয়া যাহারা পরস্পর মিলিত হয়,

সূরা আর রহমান

بَيۡنَهُمَا بَرۡزَخٌ لَّا يَبۡغِيٰنِ‌ۚ‏﴿۲۰﴾

সূরা আর রহমান

৫৫-২০ : কিন্তু উহাদের মধ্যে রহিয়াছে এক অন্তরাল যাহা উহারা অতিক্রম করিতে পারে না।

সূরা আর রহমান

فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ‏﴿۲۱﴾

সূরা আর রহমান

৫৫-২১ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?

সূরা আর রহমান

يَخۡرُجُ مِنۡهُمَا اللُّـؤۡلُـؤُ وَالۡمَرۡجَانُ‌ۚ‏﴿۲۲﴾

সূরা আর রহমান

৫৫-২২ : উভয় দরিয়া হইতে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল।

সূরা আর রহমান

فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ‏﴿۲۳﴾

সূরা আর রহমান

৫৫-২৩ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?

সূরা আর রহমান

وَلَهُ الۡجَوَارِ الۡمُنۡشَئٰتُ فِى الۡبَحۡرِ كَالۡاَعۡلَامِ‌ۚ ‏﴿۲۴﴾

সূরা আর রহমান

৫৫-২৪ : সমুদ্রে বিচরণশীল পর্বতপ্রমাণ নৌযানসমূহ তাঁহারই নিয়ন্ত্রণাধীন;

সূরা আর রহমান

فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏﴿۲۵﴾

সূরা আর রহমান

৫৫-২৫ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?

সূরা আর রহমান

كُلُّ مَنۡ عَلَيۡهَا فَانٍ‌ ۚ‌ ۖ‏﴿۲۶﴾

সূরা আর রহমান

৫৫-২৬ : ভূপৃষ্ঠে যাহা কিছু আছে সমস্তই নশ্বর,

সূরা আর রহমান

وَّيَبۡقٰى وَجۡهُ رَبِّكَ ذُو الۡجَلٰلِ وَالۡاِكۡرَامِ‌ۚ ‏﴿۲۷﴾

সূরা আর রহমান

৫৫-২৭ : অবিনশ্বর কেবল তোমার প্রতিপালকের সত্তা, যিনি মহিমময়, মহানুভব;

সূরা আর রহমান

فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ‏﴿۲۸﴾

সূরা আর রহমান

৫৫-২৮ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?

সূরা আর রহমান

يَسۡـَٔـلُهٗ مَنۡ فِى السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ‌ؕ كُلَّ يَوۡمٍ هُوَ فِىۡ شَاۡنٍ‌ۚ ‏﴿۲۹﴾

সূরা আর রহমান

৫৫-২৯ : আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহারা আছে সকলেই তাঁহার নিকট প্রার্থী, তিনি প্রত্যহ গুরুত্বপূর্ণ কার্যে রত।

সূরা আর রহমান

فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ‏﴿۳۰﴾

সূরা আর রহমান

৫৫-৩০ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?

সূরা আর রহমান

سَنَفۡرُغُ لَـكُمۡ اَيُّهَ الثَّقَلٰنِ‌ۚ‏﴿۳۱﴾

সূরা আর রহমান

৫৫-৩১ : হে মানুষ ও আল জিন! আমি শীঘ্রই তোমাদের প্রতি মনোনিবেশ করিব,

সূরা আর রহমান

فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ‏﴿۳۲﴾

সূরা আর রহমান

৫৫-৩২ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?

সূরা আর রহমান

يٰمَعۡشَرَ الۡجِنِّ وَالۡاِنۡسِ اِنِ اسۡتَطَعۡتُمۡ اَنۡ تَنۡفُذُوۡا مِنۡ اَقۡطَارِ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ فَانْفُذُوۡا‌ؕ لَا تَنۡفُذُوۡنَ اِلَّا بِسُلۡطٰنٍ‌ۚ ‏﴿۳۳﴾

সূরা আর রহমান

৫৫-৩৩ : হে আল জিন ও মনুষ্য সম্প্রদায়! আকাশমণ্ডলী ও পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করিতে পার অতিক্রম কর, কিন্তু তোমরা অতিক্রম করিতে পারিবে না সনদ ব্যতিরেকে।

সূরা আর রহমান

فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ‏﴿۳۴﴾

সূরা আর রহমান

৫৫-৩৪ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?

সূরা আর রহমান

يُرۡسَلُ عَلَيۡكُمَا شُوَاظٌ مِّنۡ نَّارٍ ۙ وَّنُحَاسٌ فَلَا تَنۡتَصِرٰنِ‌ۚ‏﴿۳۵﴾

সূরা আর রহমান

৫৫-৩৫ : তোমাদের প্রতি প্রেরিত হইবে অগ্নিশিখা ও ধূম্রপুঞ্জ, তখন তোমরা প্রতিরোধ করিতে পারিবে না।

সূরা আর রহমান

فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ‏﴿۳۶﴾

সূরা আর রহমান

৫৫-৩৬ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?

সূরা আর রহমান

فَاِذَا انْشَقَّتِ السَّمَآءُ فَكَانَتۡ وَرۡدَةً كَالدِّهَانِ‌ۚ‏﴿۳۷﴾

সূরা আর রহমান

৫৫-৩৭ : যেই দিন আকাশ বিদীর্ণ হইবে সেই দিন উহা রক্ত - রঙ্গে রঞ্জিত চর্মের রূপ ধারণ করিবে;

সূরা আর রহমান

فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ‏﴿۳۸﴾

সূরা আর রহমান

৫৫-৩৮ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?

সূরা আর রহমান

فَيَوۡمَٮِٕذٍ لَّا يُسۡـٴَـلُ عَنۡ ذَنۡۢبِهٖۤ اِنۡسٌ وَّلَا جَآنٌّ‌ۚ ‏﴿۳۹﴾

সূরা আর রহমান

৫৫-৩৯ : সেই দিন না মানুষকে তাহার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হইবে, না আল জিনকে।

সূরা আর রহমান

فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ‏﴿۴۰﴾

সূরা আর রহমান

৫৫-৪০ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?

সূরা আর রহমান

يُعۡرَفُ الۡمُجۡرِمُوۡنَ بِسِيۡمٰهُمۡ فَيُؤۡخَذُ بِالنَّوَاصِىۡ وَ الۡاَقۡدَامِ‌ۚ‏﴿۴۱﴾

সূরা আর রহমান

৫৫-৪১ : অপরাধীদের পরিচয় পাওয়া যাইবে উহাদের লক্ষণ হইতে, উহাদেরকে পাকড়াও করা হইবে মাথার ঝুঁটি ও পা ধরিয়া।

সূরা আর রহমান

فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ‏﴿۴۲﴾

সূরা আর রহমান

৫৫-৪২ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?

সূরা আর রহমান

هٰذِهٖ جَهَنَّمُ الَّتِىۡ يُكَذِّبُ بِهَا الۡمُجۡرِمُوۡنَ‌ۘ‏﴿۴۳﴾

সূরা আর রহমান

৫৫-৪৩ : ইহাই সেই জাহান্নাম, যাহা অপরাধীরা অবিশ্বাস করিত,

সূরা আর রহমান

يَطُوۡفُوۡنَ بَيۡنَهَا وَبَيۡنَ حَمِيۡمٍ اٰنٍ‌ۚ‏﴿۴۴﴾

সূরা আর রহমান

৫৫-৪৪ : উহারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মধ্যে ছুটাছুটি করিবে।

সূরা আর রহমান

فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏﴿۴۵﴾

সূরা আর রহমান

৫৫-৪৫ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?

সূরা আর রহমান

وَلِمَنۡ خَافَ مَقَامَ رَبِّهٖ جَنَّتٰنِ‌ۚ‏﴿۴۶﴾

সূরা আর রহমান

৫৫-৪৬ : আর যে আল্লাহ্‌র সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে, তাহার জন্য রহিয়াছে দুইটি উদ্যান।

সূরা আর রহমান

فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِۙ‏﴿۴۷﴾

সূরা আর রহমান

৫৫-৪৭ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?

সূরা আর রহমান

ذَوَاتَاۤ اَفۡنَانٍ‌ۚ‏﴿۴۸﴾

সূরা আর রহমান

৫৫-৪৮ : উভয়ই বহু শাখা - পল্লববিশিষ্ট।

সূরা আর রহমান

فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ‏﴿۴۹﴾

সূরা আর রহমান

৫৫-৪৯ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?

সূরা আর রহমান

فِيۡهِمَا عَيۡنٰنِ تَجۡرِيٰنِ‌ۚ‏﴿۵۰﴾

সূরা আর রহমান

৫৫-৫০ : উভয় উদ্যানে রহিয়াছে প্রবহমান দুই প্রস্রবণ;

সূরা আর রহমান

فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ‏﴿۵۱﴾

সূরা আর রহমান

৫৫-৫১ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?

সূরা আর রহমান

فِيۡهِمَا مِنۡ كُلِّ فَاكِهَةٍ زَوۡجٰنِ‌ۚ‏﴿۵۲﴾

সূরা আর রহমান

৫৫-৫২ : উভয় উদ্যানে রহিয়াছে প্রত্যেক ফল দুই দুই প্রকার।

সূরা আর রহমান

فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ‏﴿۵۳﴾

সূরা আর রহমান

৫৫-৫৩ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?

সূরা আর রহমান

مُتَّكِـــِٕيۡنَ عَلٰى فُرُشٍۢ بَطَآٮِٕنُهَا مِنۡ اِسۡتَبۡرَقٍ‌ؕ وَجَنَی الۡجَـنَّتَيۡنِ دَانٍ‌ۚ‏﴿۵۴﴾

সূরা আর রহমান

৫৫-৫৪ : সেখানে উহারা হেলান দিয়া বসিবে পুরু রেশমের আস্তরবিশিষ্ট ফরাশে, দুই উদ্যানের ফল হইবে নিকটবর্তী।

সূরা আর রহমান

فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ‏﴿۵۵﴾

সূরা আর রহমান

৫৫-৫৫ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?

সূরা আর রহমান

فِيۡهِنَّ قٰصِرٰتُ الطَّرۡفِۙ لَمۡ يَطۡمِثۡهُنَّ اِنۡسٌ قَبۡلَهُمۡ وَلَا جَآنٌّ‌ۚ‏﴿۵۶﴾

সূরা আর রহমান

৫৫-৫৬ : সেই সকলের মাঝে রহিয়াছে বহু আনতনয়না, যাহাদেরকে পূর্বে কোন মানুষ অথবা আল জিন স্পর্শ করে নাই।

সূরা আর রহমান

فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۚ‏﴿۵۷﴾

সূরা আর রহমান

৫৫-৫৭ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?

সূরা আর রহমান

كَاَنَّهُنَّ الۡيَاقُوۡتُ وَالۡمَرۡجَانُ‌ۚ‏﴿۵۸﴾

সূরা আর রহমান

৫৫-৫৮ : তাহারা যেন পদ্মরাগ ও প্রবাল।

সূরা আর রহমান

فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ‏﴿۵۹﴾

সূরা আর রহমান

৫৫-৫৯ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?

সূরা আর রহমান

هَلۡ جَزَآءُ الْاِحۡسَانِ اِلَّا الۡاِحۡسَانُ‌ۚ‏﴿۶۰﴾

সূরা আর রহমান

৫৫-৬০ : উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত কী হইতে পারে?

সূরা আর রহমান

فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ‏﴿۶۱﴾

সূরা আর রহমান

৫৫-৬১ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?

সূরা আর রহমান

وَمِنۡ دُوۡنِهِمَا جَنَّتٰنِ‌ۚ‏﴿۶۲﴾

সূরা আর রহমান

৫৫-৬২ : এই উদ্যানদ্বয় ব্যতীত আরও দুইটি উদ্যান রহিয়াছে।

সূরা আর রহমান

فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِۙ‏﴿۶۳﴾

সূরা আর রহমান

৫৫-৬৩ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?

সূরা আর রহমান

مُدۡهَآمَّتٰنِ‌ۚ‏﴿۶۴﴾

সূরা আর রহমান

৫৫-৬৪ : ঘন সবুজ এই উদ্যান দুইটি।

সূরা আর রহমান

فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‌ۚ‏﴿۶۵﴾

সূরা আর রহমান

৫৫-৬৫ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?

সূরা আর রহমান

فِيۡهِمَا عَيۡنٰنِ نَضَّاخَتٰنِ‌ۚ‏﴿۶۶﴾

সূরা আর রহমান

৫৫-৬৬ : উভয় উদ্যানে আছে উচ্ছলিত দুই প্রস্রবণ।

সূরা আর রহমান

فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ‏﴿۶۷﴾

সূরা আর রহমান

৫৫-৬৭ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?

সূরা আর রহমান

فِيۡهِمَا فَاكِهَةٌ وَّنَخۡلٌ وَّرُمَّانٌ‌ۚ‏﴿۶۸﴾

সূরা আর রহমান

৫৫-৬৮ : সেখানে রহিয়াছে ফলমূল - খর্জুর ও আনার।

সূরা আর রহমান

فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‌ۚ‏﴿۶۹﴾

সূরা আর রহমান

৫৫-৬৯ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?

সূরা আর রহমান

فِيۡهِنَّ خَيۡرٰتٌ حِسَانٌ‌ۚ‏﴿۷۰﴾

সূরা আর রহমান

৫৫-৭০ : সেই উদ্যানসমূহের মাঝে রহিয়াছে সুশীলা, সুন্দরীগণ।

সূরা আর রহমান

فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‌ۚ‏﴿۷۱﴾

সূরা আর রহমান

৫৫-৭১ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?

সূরা আর রহমান

حُوۡرٌ مَّقۡصُوۡرٰتٌ فِى الۡخِيَامِ‌ۚ ‏﴿۷۲﴾

সূরা আর রহমান

৫৫-৭২ : তাহারা হূর, তাঁবুতে সুরক্ষিতা।

সূরা আর রহমান

‌فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‌ۚ‏﴿۷۳﴾

সূরা আর রহমান

৫৫-৭৩ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?

সূরা আর রহমান

لَمۡ يَطۡمِثۡهُنَّ اِنۡسٌ قَبۡلَهُمۡ وَلَا جَآنٌّ‌ۚ‏﴿۷۴﴾

সূরা আর রহমান

৫৫-৭৪ : ইহাদেরকে ইতিপূর্বে কোন মানুষ অথবা আল জিন স্পর্শ করে নাই।

সূরা আর রহমান

فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‌ۚ‏﴿۷۵﴾

সূরা আর রহমান

৫৫-৭৫ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?

সূরা আর রহমান

مُتَّكِــِٕيۡنَ عَلٰى رَفۡرَفٍ خُضۡرٍ وَّعَبۡقَرِىٍّ حِسَانٍ‌ۚ‏﴿۷۶﴾

সূরা আর রহমান

৫৫-৭৬ : উহারা হেলান দিয়া বসিবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার উপরে।

সূরা আর রহমান

فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ‏﴿۷۷﴾

সূরা আর রহমান

৫৫-৭৭ : সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করিবে?

সূরা আর রহমান

تَبٰـرَكَ اسۡمُ رَبِّكَ ذِى الۡجَـلٰلِ وَالۡاِكۡرَامِ‏﴿۷۸﴾

সূরা আর রহমান

৫৫-৭৮ : কত মহান তোমার প্রতিপালকের নাম যিনি মহিমময় ও মহানুভব!