দয়াময়, পরম দয়ালু আল্লাহ্র নামে,
নিচের ▶ বাটনে ক্লিক করুন৮৬-১ : শপথ আকাশের এবং রাত্রিতে যাহা আবির্ভূত হয় তাহার;
৮৬-২ : তুমি কী জান রাত্রিতে যাহা আবির্ভূত হয় উহা কি?
৮৬-৩ : উহা উজ্জ্বল নক্ষত্র।
৮৬-৪ : প্রত্যেক জীবের উপরই তত্ত্বাবধায়ক রহিয়াছে।
৮৬-৫ : সুতরাং মানুষ প্রণিধান করুক কী হইতে তাহাকে সৃষ্টি করা হইয়াছে!
৮৬-৬ : তাহাকে সৃষ্টি করা হইয়াছে সবেগে স্খলিত পানি হইতে,
৮৬-৭ : ইহা নির্গত হয় মেরুদণ্ড ও পঞ্জরাস্থির মধ্য হইতে।
৮৬-৮ : নিশ্চয়ই তিনি তাহার প্রত্যানয়নে ক্ষমতাবান।
৮৬-৯ : যেই দিন গোপন বিষয় পরীক্ষিত হইবে,
৮৬-১০ : সেই দিন তাহার কোন সামর্থ্য থাকিবে না এবং সাহায্যকারীও নয়।
৮৬-১১ : শপথ আসমানের, যাহা ধারণ করে বৃষ্টি,
৮৬-১২ : এবং শপথ যমীনের, যাহা বিদীর্ণ হয়,
৮৬-১৩ : নিশ্চয়ই আল - কুরআন মীমাংসাকারী বাণী।
৮৬-১৪ : এবং ইহা নিরর্থক নয়।
৮৬-১৫ : উহারা ভীষণ ষড়যন্ত্র করে,
৮৬-১৬ : এবং আমিও ভীষণ কৌশল করি।
৮৬-১৭ : অতএব কাফিরদেরকে অবকাশ দাও; উহাদেরকে অবকাশ দাও কিছু কালের জন্য।